Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

October 03, 2023 08:22:22 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

বরিশাল গৌরনদী উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ফরিদ উদ্দিন (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার মৃত সৈয়দ আলী খানের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার।তিনি বলেন, ইল্লা মা ফিলিং স্টেশনের সামনে থেকে রাস্তা,পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হওয়া ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। ঘাতক বাসটির খোঁজ নিয়ে আটকের চেষ্টা চলাচ্ছি।