
বরিশাল বিভাগীয় হেযবুত তওহীদের আয়োজনে এক বিশেষ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ ২০২৫) বরিশাল বিভাগীয় কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতৃস্থানীয় মোজাহেদগণ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির মোঃ শফিকুল আলম উখবাহ। বরিশাল জেলা আমির মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক আমির মোঃ রুহুল আমিন মৃধা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সওম বা রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার বিষয় নয়। বরং এটি আত্মশুদ্ধি ও সংযমের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। রোজা মানুষের আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির চর্চাকে শক্তিশালী করে তোলে। এটি ব্যক্তির মধ্যে ধৈর্য ও সহমর্মিতার গুণাবলি বিকাশে সহায়তা করে। রোজার প্রকৃত শিক্ষা হলো সংযমী হওয়া, অহেতুক অপচয় থেকে বিরত থাকা এবং দরিদ্র ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট অনুধাবন করা।
তিনি আরও বলেন, সমাজে যদি সত্যিকারের ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আত্মত্যাগ ও মানবতার কল্যাণে এগিয়ে আসার মানসিকতা গড়ে তুলতে হবে। পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি করতে হলে একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়া জরুরি। শুধু রমজান মাসেই নয়, সারা বছরই আমাদের মধ্যে এই সংযম ও মানবিকতা বজায় রাখা উচিত।
তিনি আরও বলেন, “আমাদের সমাজে ন্যায়বিচার ও নৈতিকতার মানদণ্ড প্রতিষ্ঠার জন্য একে অপরের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। ক্ষুধার্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। রমজান মাস এ শিক্ষাই আমাদের দিয়ে যায়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আমির মোঃ সাইফুর রহমান সাইফ, ভোলা জেলা আমির মোঃ আতাউর রহমান মিলন, শরিয়তপুর জেলা আমির মোঃ বায়েজিদ মালত, গোপালগঞ্জ জেলা আমির আরিফ মোহাম্মদ আলি আহসান, ফরিদপুর জেলা আমির মোঃ রেজাউল করিম, মাদারীপুর জেলা আমির মোঃ নুর নবি মাতুব্বরসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের মোজাহেদ ও মোজাহেদাবৃন্দ।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।