Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / টানা বৃষ্টিতে বরিশাল রুপাতলী ভাসানী সড়কে হাটু সমান পানি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টানা বৃষ্টিতে বরিশাল রুপাতলী ভাসানী সড়কে হাটু সমান পানি

June 22, 2022 05:00:04 AM  
টানা বৃষ্টিতে বরিশাল রুপাতলী ভাসানী সড়কে হাটু সমান পানি

জামাল কাড়াল, সদর সংবাদদাতা, বরিশাল:
বরিশালে এক টানা মাঝারি ও ভারী বর্ষণে নগরী রুপাতলী মাওলানা ভাসানী সড়কে অধিকাংশ নিচু জায়গায় হাঁটু সমান পানি জমেছে এতে নগরবাসী সীমাহীন দুর্ভোগে পড়েছেন। রুপাতলীসহ নগরীর কিছু নিচু এলাকার বসতবাড়িতে পানি ঢুকেছে। তৈরি হয়েছে জলাবদ্ধতা বরিশালে বৈরী আবহাওয়া এবং থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়।

জানা যায়, গত শনিবার  থেকে আজ মঙ্গলবার পযন্ত সারা দিন থেমে থেমে প্রায় ১৯ দশমিক ২ সেন্টিমিটার বৃষ্টি হয়। মঙ্গলবার  সকাল থেকে মেঘলা ও ঝোড়ো হাওয়া সকালে শুরু হয় মাঝারি ও ভারী বৃষ্টি। সঙ্গে প্রবল বজ্রপাত ও ঝোড়ো হাওয়া হয়ছে ভাসানী সরকের বাসিন্দারা জানান এই সরকের ড্রেন না থাকার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়। ফলে টানা বৃষ্টিতে ডুবে গেছে  নগরী ভাসানী সরকের নিচু জায়গাগুলো। এছাড়া মঙ্গলবার বরিশাল শহরে শুরু হওয়া বৃষ্টিতে নগরের হাঁটু সমান পানি জমে রুপাতলী হাউজিংসহ পলিটেকনিক গলি, পাশের গলিসহ বিভিন্ন এলাকায়। এসব এলাকার অনেক নিচু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বৃষ্টিতে দুর্ভোগে পড়েন অফিস ফেরত লোকজনও।

আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃষ্টির পর অনেকেই আটকা পড়েন পর্যন্ত বরিশালে ১৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বিভাগের অধিকাংশ স্থানে আরও ভারী অথবা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা আরো রয়েছে। একই সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টির শঙ্কা আছে।