Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বেলকুচি থানার ওসি আসলাম হোসেন প্রত্যাহার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন প্রত্যাহার

June 05, 2023 07:00:56 PM   উপজেলা প্রতিনিধি
বেলকুচি থানার ওসি আসলাম হোসেন প্রত্যাহার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকেলে তাকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাহারের পর বেলকুচি থানার নতুন ওসি হিসেবে খায়রুল বাশারকে নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন  স্থানীয় জনপ্রতিনিধি সরকার ফোরাম।