Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বাংলাদেশ উশু ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাংলাদেশ উশু ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন

March 29, 2025 09:04:01 PM   উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ উশু ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ উশু ফেডারেশনের বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ধারা ২১ মোতাবেক পরিষদের চেয়ারম্যান এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

শুক্রবার (২৮ মার্চ ২০২৫) জারিকৃত এক নির্দেশনায় জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২(৪) ও ৮ অনুসারে পরিষদের চেয়ারম্যানের ক্ষমতাবলে উশু ফেডারেশনের পূর্ববর্তী নির্বাহী কমিটি বাতিল করা হয়েছে এবং একই আইনের ধারা ১৪(৩) মোতাবেক নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান এডাব্লিউসি এ এফডাব্লিউসি পিএসসি জি। এছাড়া লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু আইউব হাসান ও ড. মোহাম্মদ নুরুজ্জামান সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।

এদিকে সাধারণ সম্পাদক পদে রয়েছেন দিলদার হোসেন দিলু, যুগ্ম সম্পাদক পদে মেজবাহ উদ্দিন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান সিদ্দিকী (রুবেল)। কমিটিতে আরও ১৩ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, এর মধ্যে সেনাবাহিনী, আনসার এবং বি.কে.এস.পি থেকে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে।

সদস্যদের মধ্যে রয়েছেন- এ কে এম শহিদুল আলম, আমীর হোসেন, এস এম সাহিদুল হক ভূইয়া, মো. সাইফুল আলম রোমান, দিল মোহাম্মদ রুস্তম, আব্দুল্লাহ ফায়সাল, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন মিন্টু, শেখ সেলিম এবং আনোয়ার জাহেদ।