Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বাংলাদেশ শিশু একাডেমিতে শুক্রবার শুরু হচ্ছে ১০ দিন ব্যাপি পিঠা উৎসব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাংলাদেশ শিশু একাডেমিতে শুক্রবার শুরু হচ্ছে ১০ দিন ব্যাপি পিঠা উৎসব

February 22, 2024 05:07:20 PM   নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিশু একাডেমিতে শুক্রবার শুরু হচ্ছে ১০ দিন ব্যাপি পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার:
আগামীকাল শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমিতে শুরু হচ্ছে জাতীয় পিঠা উৎসব। ২৩ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে চলবে ৩ মার্চ পর্যন্ত । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ।

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশু সাহিত্যিক আনজির লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক প্রমুখ।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় এই উতসব শুরু হচ্ছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি ম. হামিদ, সাধারন সম্পাদক খন্দকার শাহ আলম, চলচ্চিত্রকার ছটকু আহমেদ, আবৃত্তিকার ও অভিনেতা ড. শাখাওয়াত হোসেন নিপু, সাংবাদিক অঞ্জন রহমান ও আলী আশরাফ আখন্দ।