Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ বাড়তি নজরদারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ বাড়তি নজরদারি

January 24, 2025 07:23:00 PM   অনলাইন ডেস্ক
বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ বাড়তি নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এ অ্যালার্ট কার্যকর থাকবে।

বিএসএফের জারি করা নির্দেশনায় সীমান্তে মহড়া চালানো, অরক্ষিত এলাকাগুলোতে বাড়তি নজরদারি এবং রাতে অতিরিক্ত জওয়ান মোতায়েনের কথা বলা হয়েছে। বিশেষ করে, সীমান্তের যেসব অংশে কাঁটাতার নেই, সেসব এলাকায় বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভারতের বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের স্পেশাল ডিজি রবি গান্ধী ইতোমধ্যেই একাধিক বর্ডার আউট পোস্ট পরিদর্শন করেছেন।

বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের উস্কানি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মহড়ার অংশ হিসেবে সীমান্তে বিভিন্ন অপারেশনাল পদ্ধতির অনুশীলন ও স্থানীয় জনসংখ্যার সঙ্গে পুনর্মিলন কর্মসূচিও চালানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সীমান্তে ৪০৯৬ কিলোমিটারজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত ফাঁড়িগুলোকে শক্তিশালী করা হয়েছে।

সম্প্রতি সীমান্তে কাঁটাতার নির্মাণ নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কাঁটাতার দেওয়ার চেষ্টায় স্থানীয় বাংলাদেশিদের বাধার মুখে পড়েছে তারা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট কার্যকর করেছে বিএসএফ।

সূত্র: এএনআই