Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সুমনের মরদেহ ৫ মাস পর উত্তোলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সুমনের মরদেহ ৫ মাস পর উত্তোলন

January 29, 2025 07:05:04 PM   দেশজুড়ে ডেস্ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সুমনের মরদেহ ৫ মাস পর উত্তোলন

পঞ্চগড় প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতনের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত পঞ্চগড়ের শহীদ সুমন ইসলামের (২১) মরদেহ দাফনের ৫ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া আমিন নগর বকশীগঞ্জ এলাকায় পারিবারিক গোরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ফুয়াদ, আশুলিয়া থানার মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন, সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম এবং শহীদ সুমনের পরিবারের সদস্যরা।

শহীদ সুমন সাকোয়া ইউনিয়নের আমিন নগর বকশীগঞ্জ এলাকার হামিদ আলীর একমাত্র ছেলে। চার ভাইবোনের মধ্যে সুমন ছিলেন সবার ছোট। বড় তিন বোনের বিয়ের পর বৃদ্ধ মা-বাবার একমাত্র অবলম্বন ছিলেন তিনি। দিনমজুর বাবা বয়সের ভারে কাজ করতে পারতেন না। তাই দাখিল পাস করেই সুমন পাড়ি জমিয়েছিলেন ঢাকায় এবং ইপিজেডে কাজ নেন।

২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আশুলিয়া থানার সামনে গেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুমন। ৭ আগস্ট বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ খুঁজে পান স্বজনেরা। সেদিনই সুমনের মা কাজলী বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৮ আগস্ট গ্রামের বাড়িতে এনে তাকে দাফন করা হয়।