Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের আহ্বায়ক রিয়াজ, মূখ্য সংগঠক সজল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের আহ্বায়ক রিয়াজ, মূখ্য সংগঠক সজল

February 25, 2025 07:51:52 PM   উপজেলা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের আহ্বায়ক রিয়াজ, মূখ্য সংগঠক সজল

ফরিদপুর প্রতিনিধি:
কাজী রিয়াজুল ইসলাম রিয়াজকে আহ্বায়ক, সোহেল রানা সদস্য সচিব ও আনিসুর রহমান সজলকে মূখ্য সংগঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার প্রায় ৬০৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ৬ মাস মেয়াদি এই কমিটির নাম, পদ-পদবি প্রকাশ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সাইফ খাঁ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মো. আশরাফ।

কমিটিতে অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আশিক আহম্মেদ নূর, মো. রুবেল হৃদয়, রাহুল ইসলাম, তানিয়া আহমেদ, রাকিবুল ইসলাম বাবু, এনামুল হক চৌধুরী। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন তাহসিন চৌধুরী, জারিফ ফায়েজ, সাইম হোসেন, মো. আব্দুল কাইয়ুম, রাতুল শেখ, জান্নাতুল ফেরদৌস স্বর্ণা, সাজিদ মন্ডল, সাজ্জাদ হোসেন, মো. মেহরাব ইসলাম নিবির, তামিম হোসাইন রনি ও খালিদ হাসান।