Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বাস ভাড়া কমবে কিনা জানা যাবে আজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাস ভাড়া কমবে কিনা জানা যাবে আজ

April 01, 2024 10:55:11 AM   নিজস্ব প্রতিবেদক
বাস ভাড়া কমবে কিনা জানা যাবে আজ

ডিজেল ও কেরোসিনের দাম কমানোর পর নতুন বাস ভাড়া নির্ধারণে আজ সোমবার (১ এপ্রিল) বৈঠক করবে সরকারি কমিটি। সেখানে সিদ্ধান্ত হতে পারে বাস ভাড়া কিলোমিটার প্রতি কতটা কমবে। দুপুর ১২টায় বিআরটিএ সদর দফতরে এ সভা অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার রোববার (৩১ মার্চ) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন এ মূল্য নির্ধারণ করেছে জ্বালানি মন্ত্রণালয়। সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

রোববার (৩১ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমিয়ে লিটারপ্রতি দাম ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম।