Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বাসনে ছুরিকাঘাতে যুবককে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাসনে ছুরিকাঘাতে যুবককে হত্যা

March 24, 2025 02:40:03 PM   জেলা প্রতিনিধি
বাসনে ছুরিকাঘাতে যুবককে হত্যা

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে বাকবিতন্ডার জেরে ছুরিকাঘাতে এক গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার(২৪ মার্চ) ভোররাতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার একতা মার্কেটের গলিতে এ হত্যাকান্ড সংঘটিত হয়। হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরীর বাসন থানা থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার আহমেদ।

হত্যার শিকার নিহত মনিরুল ইসলাম(১৮) রংপুর জেলার পীরগঞ্জ থানার মিল্কি এলাকার আঃ সামাদের ছেলে। নিহত মনিরুল ইসলাম বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার ভাড়াকৃত বাসায় বসবাস করে আসছিলেন।

গাজীপুর মহানগরীর বাসন থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ জানান, হত্যাকান্ডের এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাকবিতন্ডার জেরে মনিরুল ইসলাম হত্যার শিকার হয়েছেন। তিনি আরো জানান, হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে পুলিশের কাজ চলমান রয়েছে।