Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বাংলাবান্ধা স্থলবন্দরে ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাংলাবান্ধা স্থলবন্দরে ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

July 06, 2022 11:10:44 AM  
বাংলাবান্ধা স্থলবন্দরে ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

পঞ্চগড় সংবাদদাতা:
পবিত্র ঈদ উল আযহা ও সাপ্তাহিক ছুটিসহ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি আট দিন বন্ধ থাকবে।

মঙ্গলবার (৫ জুলাই) দিনগত রাতে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন। তবে এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, আগামী রোববার (১০ জুলাই) পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ সহ উভয় দেশের ব্যাবসায়ীদের সম্মতিতে আগামী শুক্রবার (৮ জুলাই) থেকে পরবর্তী শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত সাপ্তাহিক ছুটি সহ মোট আট দিন ব্যবসায়ীক সকল কার্যক্রম বন্ধ থাকবে। এবং শনিবার (১৬ জুলাই) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় সকাল থেকে শুরু হবে। এ বিষয়ে বুধবার (৬ জুলাই) আমদানি-রপ্তানি গ্রুপের পক্ষ থেকে ঘোষণা করা হবে।