Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে গাবতলীতে বিক্ষোভ সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে গাবতলীতে বিক্ষোভ সমাবেশ

June 13, 2022 12:56:50 AM  
বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে গাবতলীতে বিক্ষোভ সমাবেশ

বিপ্লব রহমান, গাবতলী (বগুড়া) সংবাদদাতা: 
ভারতের রাজনৈতিক দল বিজেপি’র মুখপাত্র নুপুর শার্মা কর্তৃক হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রবিবার বগুড়ার গাবতলী উপজেলা সদরে যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি গাবতলী কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে সামিউল আলম রনির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলমানের হৃদয়ের মধ্যমনি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)। ভারতের বিজেপি’র দুই নেতা রাসূল (সাঃ) এর পবিত্র বিবাহ নিয়ে কটুক্তি করে সারা বিশ্বের মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) যাঁর চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ। সেই রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তিকারীদের দ্রুত শাস্তির আওতায় না আনলে মুসলমানেরা আর ঘরে বসে থাকবে না।

বক্তারা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় যুব সমাজ ও তৌহিদী জনতা অংশ নেন।