
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিখোঁজ বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে। তিন জনের মধ্যে দুইজনের বাড়ি দেবীগঞ্জ উপজেলা আর একজনের বাড়ি বোদা উপজেলায়।
বোদা উপজেলার নিখোঁজ ব্যক্তি হচ্ছে ডাঙ্গা গ্রামের খোকেন্দ্রনাথ এর ছেলে শিশু সুরেন, দেবীগঞ্জ উপজেলার ছত্রশিকার পুর গ্রামের মদন এর ছেলে ভুপেন ওরফে পানিয়া এবং ঘাটিয়াপাড়া গ্রামের জয়া রানী।
বৃহস্পতিবার নিখোঁজ এই ব্যািক্তদের পরিবার ও স্বজনরা নিখোঁজদের সন্ধানে সারাদিন ঘটনাস্থলে অপেক্ষার প্রহর গুনছে। নিখোঁজদের পরিবার ও স্বজনের আহাজারিতে করতোয়া নদীর তীরে শোকে ছায়া নেমে এসেছে। তারা এখনো নিখোঁজ স্বজনদের পাওয়ার আশায় বুক বেধে আছে এবং অপেক্ষা করছে মৃত অথবা জীবিত পাওয়ার আশায়। ফায়ার সার্ভিস এর অভিযান সমাপ্ত হলেও স্থানীয়রা এখন নিখোঁজদের খোজা অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।