Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

February 17, 2025 11:15:35 PM   জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে তিন মাসব্যাপী কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নাটোরের বড়াইগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকদলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জোয়াড়ী ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা, বড়াইগ্রাম পৌর বিএনপির সদস্য মহুয়া নূর কচি, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি, কৃষক দলের নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী, সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন সাবু, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, পৌর কৃষক দলের আহ্বায়ক মনিরুল হাসান মনির, কৃষক দলের সদস্য মনিরুজ্জামান, বড়াইগ্রাম উপজেলার কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, "আমাদের দায়িত্ব দেশের মানুষের জন্য কাজ করা। সামনে একটি নির্বাচন রয়েছে, যেখানে জনগণের মতামত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগ পর্যন্ত ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জনগণের কাছে যেতে হবে, কারণ দেশের মালিক জনগণ। দিন শেষে তারাই সিদ্ধান্ত নেবে কে জনপ্রিয় আর কে নয়। তাই জনগণের পাশে থাকতে হবে এবং তাদের সঙ্গে কাজ করতে হবে।"