
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে তারেক রহমান আগ্রান সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আগ্রান উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শীর্ষ দুই দল ফিউচার স্টার ক্রিকেট ক্লাব বনাম বন্ধু চারুকলা ইনস্টিটিউট ফাইনাল খেলায় অংশ নেয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ফিউচার স্টার ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয় এবং বন্ধু চারুকলা ইনস্টিটিউট রানার্সআপ হয়।
বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনির সার্বিক পরিচালনায় আয়োজিত এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। গ্রুপ পর্বের সমস্ত খেলা শেষে আগ্রান রয়েলস ক্রিকেট ক্লাবের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়।
বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল ইসলাম বকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন, বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা, বড়াইগ্রাম পৌর যুবদলের সভাপতি আব্দুল খালেক সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।