Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

February 01, 2025 05:43:04 PM   জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার আগ্রান এলাকার গণজাগরণ সমাজ সেবা সংস্থা ও আল মাবরুর হজ্ব এবং ওমরা কাফেলার আয়োজনে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রায় ৬ শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়। বিগত ৩০ বছর যাবৎ এই সেবামূলক কার্যক্রম করে আসছে সংস্থাটি।

অনুষ্ঠানে আলহাজ্ব খাদেমুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল আজিজ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কুরবান আলী, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলফু রহমান, বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের প্রভাষক হারুন অর-রশিদ সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।