
নাটোর প্রতিনিধি:
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সুজন আহম্মেদের সমর্থনে দুই উপজেলা জুড়ে গণসংযোগ, শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বড়াইগ্রামের বনপাড়া থেকে শুরু হয়ে আহম্মেদপুর, মৌখাড়া, নাজিরপুর, গুরুদাসপুর, চাঁচকৈড়, কাছিকাটা, লক্ষ্মীকোল, জোনাইল, রাজাপুর ও ধানাইদহ ঘুরে পুনরায় বনপাড়া এসে এ কর্মসূচি শেষ হয়। এ সময় দুই উপজেলার গুরুত্বপূর্ণ বাজারঘাটসহ জনবহুল স্থানে গণসংযোগ পরবর্তী পথসভায় প্রার্থী সুজন আহম্মেদ বক্তব্য রাখেন। এ সময় তিনি সাধারণ মানুষকে সাথে নিয়ে এ আসনের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন এবং ভোটারদের দোয়া ও ভোট প্রার্থনা করেন।
এ সময় তিনি বলেন-পৃথিবীতে যত বিপ্লব ঘটেছে,পরিবর্তন হয়েছে সাধারণ জনগনের মাধ্যমেই।আমি এই সাধারণ জনগন নিয়েই চলি। আমার কোন নেতা নাই।আপনাদের নিয়েই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে চাই তাই আগামী ৭ ই জানুয়ারি সারাদিন দোলনা মার্কায় ভোট দিন।
দিনব্যাপী এ কর্মসূতিতে ২০ টি মাইক্রোবাস,১০ টি বাস,তিন শতাধিক ইজিবাইক ও আড়াই শতাধিক মোটরসাইকেলে হাজার হাজার নারী পুরুষ এ শোডাউনে অংশ নেন।