
নাটোর সংবাদদাতা:
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জিন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে নাটোরের বড়াইগ্রামে স্থানীয় ৪ শতাধিক দরিদ্র মানুষের মাঝে রমজান উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ পারভীন সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জিন্নাহ ফাউন্ডেশনের উপদেষ্টা: ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
ঈদ সামগ্রী হিসেবে দুস্থ ও অসহায়দের হাতে চাল, ডাল, তেল, দুধ, চিনি, সেমাই তুলে দেওয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে ফাউন্ডেশনের সহ-সভাপতি শামসুজ্জামান গোলাম, জেলা পরিষদ সদস্য হুমাইয়ারা জাহান রিয়া,
চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবর রহমান মাস্টার, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের বড়াইগ্রাম উপজেলা সভাপতি ইসাহাক আলী, সাধারণ সম্পাদক সোহেল রানা উপস্থিত ছিলেন।