
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাশেদ হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বুড়িমারী ব্যবসায়ী অফিসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. রাশেদ হোসেন জানান, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৬ মিনিটে একটি অনলাইন মাধ্যমে তার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে একটি সংবাদ প্রকাশ করা হয়। এর দুই ঘণ্টা আগে রাকিব হোসেন নামে একজন সাংবাদিক তাকে ফোন দিয়ে এসব বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না এবং বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকের সঙ্গে আলোচনা করতে বলেন।
তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের পর তিনি বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এবং উপজেলা বিএনপির কয়েকজন নেতাকে বিষয়টি জানান। পরে খোঁজ নিয়ে দেখেন, জমি সংক্রান্ত যেসব অভিযোগ আনা হয়েছে, সেখানে যাদের বাদী হিসেবে উল্লেখ করা হয়েছে, তারাও অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে মো. রাশেদ হোসেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমার নামে আনা সব ভুয়া ও বানোয়াট অভিযোগের সঠিক তদন্ত ও যাচাই-বাছাই করে প্রকৃত সত্য তুলে ধরুন।"
এ বিষয়ে ফরিদুল ইসলামও বলেন, "আমি কোনো অভিযোগ করিনি। আমার কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।" সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ষড়যন্ত্রমূলক এসব অভিযোগের সঠিক তদন্ত দাবি করেন।