
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ভারতের রাজধানী দিল্লি আজ শীর্ষে রয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থান করছে তৃতীয় স্থানে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকার শীর্ষে থাকা দিল্লির দূষণ স্কোর ৩৪৬। এটি দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ের বাতাসের মান নির্দেশ করে। দ্বিতীয় স্থানে থাকা বসনিয়া হার্জেগোভেনিয়ার শহর সারজেবোর স্কোর ৩০৫, যা বিপজ্জনক পর্যায়ের। তৃতীয় স্থানে থাকা ঢাকার স্কোর ২৯৮, যা খুবই অস্বাস্থ্যকর।
এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এমন উচ্চমাত্রার বায়ুদূষণ মানুষের শ্বাসকষ্ট, হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করছে। দূষণের এ মাত্রা জনগণের জীবনমানের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।