Date: May 22, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে নিহত ৬ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে নিহত ৬

September 13, 2024 10:58:10 AM   অনলাইন ডেস্ক
ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে নিহত ৬

কক্সবাজারে টানা ভারী বৃষ্টির কারণে পৃথক স্থানে পাহাড় ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজার জেলা সদরের ঝিলংজায় একই পরিবারের তিনজন এবং উখিয়ার রোহিঙ্গা শিবিরে দুই শিশুসহ তিনজন নিহত হন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে এসব দুর্ঘটনা ঘটে।

ঝিলংজায় একই পরিবারের ৩ জন নিহত
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হন। নিহতরা হলেন- মিজানুর রহমানের স্ত্রী আঁখি আক্তার (২৫) এবং তাদের দুই কন্যা শিশু ময়না আক্তার (৭) ও মায়া আক্তার (২)। ভারী বৃষ্টির ফলে মিজানুরের বাড়ির ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। ফায়ার সার্ভিসের সহায়তায় মাটি চাপা পড়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রোহিঙ্গা শিবিরে নিহত ৩
উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের ১৪ নম্বর ব্লকে পৃথক একটি পাহাড় ধসের ঘটনায় আব্দুর রহিম (৩০), আব্দুল হাফেজ (১০) এবং আব্দুল ওয়াসেদ (৮) নামে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন শিশু। আবহাওয়া অধিদপ্তর জানায়, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের এক দিনে সর্বোচ্চ।