
মিন্টু হোসাইন:
ভেড়ামারায় জাসদ যুব জোটের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় যুব জোটের সভাপতি আব্দুল হাফিজ তপন। আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর মেয়র আনোয়ার কবির টুটুল, উপজেলা জাসদ জাতীয় যুব, মোহাম্মদ রকিব সরকার, মোঃ শামীম আহমেদ লালন, মোঃ রিপনুজ্জামান, কবির হোসেন তুষার,মোঃ ফারুক হোসেন, মোঃ সাদুল হোসেন, মোঃ মইনুল হোসেন, মোঃ লিমন সরদার, মোঃ মামুন হোসেন, মোঃ সাহাবুল বিশ্বাস ও সাংবাদিক মোঃ মিন্টু হোসাইন জাতীয় যুব জোট মোকারিমপুর ইউনিয়ন শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল আলিম স্বপন বলেন, ভেড়ামারায় সঞ্জয় প্রামানিক হত্যা বিচার চাই। জাসদ কোন হত্যার রাজনীতি করে না, জাসদ কে নিয়ে অশ্লীল কোন কথা যেন কেউ না বলে। জাতীয় যুব জোটের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিক সারা দেশে পালিত হচ্ছে এবং এই প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সকল জাতীয় যুব জোট নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলহাজ্ব আব্দুল আলিম স্বপন।