
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকা থেকে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে চাঁদাবাজির সময় তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রিপন, তিনি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আলী আকবরের ছেলে।
পুলিশ জানায়, রিপন দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে ভয়-ভীতি সৃষ্টি করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড, একাধিক মোবাইল ফোন, ওয়াকিটকি, চেক বইয়ের পাতা ও ব্যাংকের ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভুয়া আইডি কার্ডে ঢাকা ডিএমপি মেট্রোপলিটন, মিন্টু রোড লেখা রয়েছে এবং নিচের অংশে মো. কামাল উদ্দিন মুন্সী, এসআই, গাজীপুর ডিবি, বাংলাদেশ ডিবি পুলিশ, গাজীপুর পরিচয় উল্লেখ করা হয়েছে। এমনকি এতে “পুলিশ জনতা, জনতাই পুলিশ” স্লোগানটিও যুক্ত করা হয়েছিল।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ জানান, রিপন ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।