Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / মাওলানা সাদের ৪ অনুসারীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাওলানা সাদের ৪ অনুসারীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক

December 18, 2024 01:10:30 PM   অনলাইন ডেস্ক
মাওলানা সাদের ৪ অনুসারীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক

টঙ্গীর ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের পর তাবলিগের মাওলানা সাদ কান্ধলভির চার অনুসারীকে নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার সকাল ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের পাঁচজন উপদেষ্টা অংশ নেন।

বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত রয়েছেন। তা ছাড়া এতে তাবলিগের মাওলানা সাদের অনুসারী শীর্ষ চার নেতাও বৈঠকে অংশ নেন।