Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাগুরায় জয়বাংলা স্লোগান দেওয়ায় ছাত্রজনতার ঘেরাও, সেনাবাহিনী ও পুলিশ এসে উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

মাগুরায় জয়বাংলা স্লোগান দেওয়ায় ছাত্রজনতার ঘেরাও, সেনাবাহিনী ও পুলিশ এসে উদ্ধার

March 23, 2025 09:41:03 PM   অনলাইন ডেস্ক
মাগুরায় জয়বাংলা স্লোগান দেওয়ায় ছাত্রজনতার ঘেরাও, সেনাবাহিনী ও পুলিশ এসে উদ্ধার

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ চলাকালে, কয়েকজন যুবক জয়বাংলা, জয়বঙ্গবন্ধু বলে স্লোগান দেয়। স্লোগান দেওয়ার পর ছাত্রজনতা তাদের ধাওয়া করলে ইউসুফ (২০) নামের এক যুবক তাড়া খেয়ে একটি দোকানে আশ্রয় নেন। এরপর ছাত্রজনতা দোকান ঘিরে তাকে বের করে আনার চেষ্টা করে।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি বড় টিম এবং বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে, ইউসুফকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর, ছাত্রজনতা ইউসুফের মোটরসাইকেলটি সরকারি কলেজের ভিতর থেকে এনে সেটি আগুনে পুড়িয়ে দেয়।

উল্লেখ্য, ইউসুফ মাগুরা পৌর এলাকার জুঁইতাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে এবং মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদের সাথে রাজনীতি করতেন। ছাত্ররা দাবি করেছেন, হামিদই তাকে এই ঘটনার জন্য পাঠিয়েছিলেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব আলী বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় ইউসুফকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"