Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির নিরপরাধ দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির নিরপরাধ দাবি

April 29, 2025 08:22:36 PM   অনলাইন ডেস্ক
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির নিরপরাধ দাবি

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ শুনানি হয়।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত থেকে কারাগারে ফেরার সময় প্রধান অভিযুক্ত, যিনি নিহত শিশুর বোনের শ্বশুর, নিজেকে নিরপরাধ দাবি করে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা তদন্ত করেন, আমরা কেউ ওই সময় বাড়িতে ছিলাম না। আমার ছেলের বউয়ের দিকে তাকান, সব কিছু ও করেছে। বাপ–বেটা কখনো একসঙ্গে এমন কাজ করে? আমরা সবাই বাইরে কাজে ছিলাম।’ পুলিশি হেফাজতে থাকা আরেক অভিযুক্ত, ওই ব্যক্তির ছেলে, দাবি করেন, ‘ঘটনাটি বেলা ১১টার দিকে ঘটেছে। আমরা তখন কাজে ছিলাম। আপনারা শিশুটির বোনকে জিজ্ঞাসা করুন, সব তথ্য বের হবে।’

আদালত সূত্র জানায়, এদিন সকাল সাড়ে ১০টার দিকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক, ১১ বছরের এক শিশু ও আরও একজন- মোট তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষের পক্ষে আইনজীবী মনিরুল ইসলাম এবং আসামিপক্ষের আইনজীবী সোহেল আহম্মেদ শুনানিতে অংশ নেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার চার আসামি শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুর।