Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, গড়তে চান স্মার্ট শ্রীমঙ্গল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, গড়তে চান স্মার্ট শ্রীমঙ্গল

May 26, 2024 01:11:05 PM   উপজেলা প্রতিনিধি
মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, গড়তে চান স্মার্ট শ্রীমঙ্গল

ফখরুল ইসলাম, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।

নির্বাচনকে কেন্দ্র করে কমিশন আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা বেশ লক্ষ্যনীয়। এ পর্যন্ত কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ প্রচারনা চালিয়ে যাচ্ছেন। কমিশনের তরফ থেকেও নেয়া হয়েছে কঠোর নজরদারিতা। তবে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হলেও প্রার্থী এবং গণমাধ্যমের নিকট কেন্দ্রগুলোর নাম প্রকাশ করা হয়নি।

এ প্রসঙ্গে শ্রীমঙ্গল থানার দায়িত্বে থাকা অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং অফিসার পরিদর্শক তাপস চন্দ্র রায় জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো বাইরে প্রকাশ করার জন্য নয়, এটা একান্তই আইনশৃঙ্খলবাহিনীর নিজস্ব ব্যাপার। শ্রীমঙ্গল উপজেলাকে আধুনিক ও স্মার্ট উপজেলা গড়তে প্রার্থীরা ভোটারদের নিকট দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এবার চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান প্রার্থীদের সাথে আলাপকালে তারা তুলে ধরেন নির্বাচন পরবর্তী সময়ে এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বিজয়ী হয়ে সাথে থাকতে চান সাধারণ মানুষের।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরাই আমাকেই ভোট দেবে-আছকির মিয়া

বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আছকির মিয়া শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। শ্রীমঙ্গল উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আছকির মিয়া। ভূনবীর ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। এবারের নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলাকে আলোকিত, স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকল ভোটারদের নিকট ভোট চাইছেন তিনি। এক প্রতিক্রিয়ায় বীরমুক্তিযোদ্ধা আছকিয়া মিয়া বলেন, মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসীরাই আমাকে ভোট দেবে। শান্তিপূর্ণ নির্বাচন হলে আমিই বিজয়ী হবো।

আধুনিক স্মার্ট উপজেলা গড়তে সর্বস্তরের নাগরিকদের সমর্থন চান প্রেম সাগর হাজরা

প্রেম সাগর হাজরা শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদের একজন প্রার্থী হয়েছেন। তিনি ইতিপূর্বে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেছেন।

প্রেম সাগর হাজরা বাবু তরুণ ভোটারদের বেশ জনপ্রিয়। ইতিমধ্যে আনারস প্রতীকের জোয়ার উঠতে দেখা গেছে। সুষ্ঠু ভোট হলে প্রেম সাগর হাজরা চেয়ারম্যান পদে বাজিমাত ঘটাবেন বলে অনেকেই ধারণা করছেন।

হাজরা বাবুর সমর্থকরা জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ২৯ তারিখ সকালে ব্যালেট বাক্স গেলে এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে আনারস প্রতীকের প্রার্থী বিজয়ী হবেন বলে তারা মনে করেন।

এক প্রতিক্রিয়ায় হাজরা বলেন, তিনি নির্বাচিত হলে শ্রীমঙ্গল উপজেলাকে আধুনিক স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলে প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ভূমিকা রাখতে চান। এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চান তিনি।

স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত হবে সেবার অধিকার -ভানুলাল রায়

স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত হবে সেবার অধিকার এই শ্লোগানকে সামনে রেখে এবার নির্বাচনে কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ভানুলাল রায়। জনবান্ধব এই নেতা তৃণমূল থেকেই নির্বাচিত হয়ে আসছেন। ইতিপূর্বে তিনি দুইবার ওয়ার্ড মেম্বার, দুইবার ইউপি চেয়ারম্যান ও একবার উপজেলা চেয়ারম্যান পদে জনগনের ভোটে নির্বাচিত হয়ে স্থানীয় সরকারের এই দপ্তরগুলোতে প্রতিনিধিত্ব করেছেন। এবারও জনগন তাকেই নির্বাচিত করছেন বলে তিনি আশাবাদী।

পুনরায় নির্বাচিত হলে তিনি শ্রীমঙ্গলের উন্নয়নে কি কি পদক্ষেপ নিবেন; এই প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নয়নতো করবেন শ্রীমঙ্গলের মাটি ও মানুষের নেতা কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ এমপি। আমরাতো তার জোগালী মাত্র। বিগত ২২ বছর থেকে এই নেতার জোগালীর দায়িত্ব পালন করে আসছি এবং আগামীতে ও পালন করব।

এদিকে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী ভোটের মাঠে সরব রয়েছেন বলে জানাগেছে। তন্মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান লিটন আহমদের সাথে উপজেলা পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত রনধির দেবের কনিষ্ঠ পুত্র রাজু দেবের লড়াই বেশ জমে উঠেছে। ইতিমধ্যেই তার পিতার সমর্থকদের আস্থা অর্জন করে নির্বাচনী মাঠে বেশ ফুরফুরে মেজাজেই প্রচারনা চালিয়ে যেতে দেখা গেছে তাকে। পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের পদ্মফুলের সাথে এবার ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে অবতীর্ণ হয়েছেন উদয়ন স্কুলের প্রধান শিক্ষিকা কবিতা দাশ। দুইজনের মাঝখানে হাঁস প্রতীক নিয়ে হাজেরা খাতুন ভালো অবস্থানে রয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কে হাসেন শেষ হাসিটা।