হবিগঞ্জ প্রতিনিধি:
জাতির কাঙ্ক্ষিত উন্নতি পেতে হলে নারীদেরকে যথাযথ যোগ্যতা ও মেধা অনুযায়ী সমাজে সকল ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। তিনি আরও বলেন, নারীরা জাতির অর্ধেক জনসংখ্যা। সেই নারীদেরকে পশ্চাৎপদ রেখে জাতির উন্নতি, প্রগতি সম্ভব নয়।
হবিগঞ্জ জেলা হেযবুত তওহীদের আয়োজনে 'জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব্যবসা, বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে, শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নে সংগঠনের হবিগঞ্জ জেলা আমির এডভোকেট এমএম মুত্তালিবের বাড়ি প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রুফায়দাহ পন্নী তার বক্তব্যে আরও বলেন, উগ্রবাদ, ধর্মব্যবসা,অপরাজনীতি, হুজুগ, গুজব, ধর্মান্ধতা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মের প্রকৃত শিক্ষা ও আদর্শ মানবজাতির কাছে তুলে ধরে আসছে হেযবুত তওহীদ। আর এ মহান কাজে পুরুষদের পাশাপাশি হেযবুত তওহীদের নারীরাও নিজেদের যোগ্যতা ও মেধা অনুযায়ী অংশগ্রহণ করে নিঃস্বার্থভাবে দেশ ও জাতির কল্যানে অবদান রেখে যাচ্ছে। হেযবুত তওহীদের নারীদেরকে মনে রাখতে হবে, ধর্মের নামে যাবতীয় জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব্যবসা, বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে।
তিনি বলেন, আজ যে ফতোয়ার বেড়াজাল নারীদেরকে গৃহবন্দী করেছে তা আমাদেরই ছিন্ন করতে হবে। ভাঙতে হবে ধর্মব্যবসায়ীদের তৈরি করা অন্ধত্বের অচলায়তন। এজন্য যে রেনেসাঁ আজ অবশ্যম্ভাবী তার নেতৃত্ব দিবে হেযবুত তওহীদের নারীরা।
এদিন সকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হেযবুত তওহীদের সদস্যা ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। সভা শুরুর আগেই অনুষ্ঠানস্থল পূর্ণ হয়ে যায়। তারপর একে একে বক্তব্য রাখেন আলোচকবৃন্দ। হবিগঞ্জ জেলা হেযবুত তওহীদের নারী সম্পাদক আফসারা জলির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় আমির মো. আলী হোসেন, সিলেট বিভাগীয় নারী সম্পাদক মাহমুদা আক্তার দীপা ও হবিগঞ্জ জেলা আমির এডভোকেট এমএ মোত্তালিব।
বক্তারা জাতির সকল নারীদের জেগে উঠার আহবান জানান। তারা বলেন, হেযবুত তওহীদ মানবতার মুক্তির ডাক দিচ্ছে। কিন্তু এ কাজ সবার। এ কাজে আপনাদের সবার অংশগ্রহণ চাই। জেগে উঠুন, এগিয়ে আসুন। সকল সঙ্কট থেকে মুক্তির জন্য হেযবুত তওহীদের মাননীয় এমামের হাতকে শক্তিশালী করার বিকল্প নেই।