Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / মাধবপুর চা বাগানের গাছ কেটে বিক্রির চেষ্টা, চা-শ্রমিকদের বাধায় পণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাধবপুর চা বাগানের গাছ কেটে বিক্রির চেষ্টা, চা-শ্রমিকদের বাধায় পণ্ড

May 30, 2023 07:01:37 PM   উপজেলা প্রতিনিধি
মাধবপুর চা বাগানের গাছ কেটে বিক্রির চেষ্টা, চা-শ্রমিকদের বাধায় পণ্ড

লিটন পাঠান:
হবিগঞ্জের মাধবপুরে চা বাগানের গাছ কেটে বিক্রির চেষ্টা বাধা দিলো চা-শ্রমিকেরা নোয়াপাড়া ইউনিয়নের বৈকুন্ঠপুর চা বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে বাগানের ১০-১২ টি গাছ কেটে বাইরের লোকজনের কাছে বিক্রির করার চেষ্টা করলে বাগানে কর্মরত চা শ্রমিকেরা এতে রুখে দাঁড়ায়।

শনিবার বাগান ব্যবস্থাপক শামছুল হক ভুইয়া রাতের আঁধারে নিজস্ব বলয়ের লোকজন দিয়ে বাগানের গাছগুলো কেটে বাইরে পাচারের চেষ্টা করের। এ ঘটনাটি বাগান শ্রমিকরা টের পায়।বাগানের বিভিন্ন জাতের আকাশি, মেহগনি সহ ১০/১২ টি গাছ কাটা হয় বলে শ্রমিকদের অভিযোগ।

ঘটনা জানাজানি হলে সোমবার (২৯ মে) বন বিভাগের লোকজন চা বাগানে গিয়ে কাটা গাছগুলো জগদীশপুর বিট অফিসে নিয়ে আসে শ্রমিক নেতা সুশান্ত চৌহান জানান, বাগান ব্যবস্থাপকের অন্যায্য কর্মকান্ডে আমরা সমর্থন দিতে পারি না।তাই কাটা গাছগুলো আমরা আটকে রেখে বন বিভাগকে অবহিত করেছি। বন বিভাগের জগদীশপুর বিট অফিসের বিট অফিসার সিদ্দিকুর রহমান জানান, বন বিভাগের অনুমোদন ছাড়া গাছগুলো কাটা হয়েছে।তাই এগুলো জব্দ করে বিট অফিসে নিয়ে এসেছি।

গাছগুলোর আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।' নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, বাগান ব্যবস্থাপক এভাবে গাছ কাটতে পারেন না। খবর পেয়ে আমি বাগান পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছি। অভিযুক্ত বাগান ব্যবস্থাপক শামছুল হক ভুইয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন আমি বন বিভাগের এক পাহারাদারকে কয়েক টুকরা কাঠ দিয়েছিলাম।এটাকে রং মাখিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে।

আসলে বাগানের ভাল যারা চায় না তারাই অপপ্রচারে নেমেছে। আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের গাছ হবে রঘুনন্দন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান জানান, দুপুরে খবর পেয়ে বৈকন্ঠপুর চা বাগানের ভিতর অভিযান চালিয়ে কেটে ফেলে রাখা অবস্থায় ১০ ঘনফুট আকাশমনি গাছ উদ্ধার করা হয়। গাছগুলো জগদীশপুর বিট অফিসে জমা রাখা হয়েছে এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।