Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / মাধবপুরে ভারতীয় চোরাই মালামালসহ গ্রেফতার ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাধবপুরে ভারতীয় চোরাই মালামালসহ গ্রেফতার ১

March 16, 2023 01:21:17 AM   দেশজুড়ে ডেস্ক
মাধবপুরে ভারতীয় চোরাই মালামালসহ গ্রেফতার ১

মাধবপুর প্রতিনিধি, হবিগঞ্জ:
ভারত থেকে চোরাই পথে আসা মালামালসহ গাজীপুরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত রাত দেড়টার দিকে মাধবপুর পৌর এলাকার স্টেডিয়াম পাড়া থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

মাধবপুর থানার এসআই রাজীব কুমার রায় ও শুভ দে সঙ্গীয় ফোর্স নিয়ে  শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ১৩২০ প্যাকেট ট্যাং, ২৮৮০ পিস মেহেদী এবং ৪৮০ পিস প্রসাধনী ক্রিম উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।

ধৃত ব্যক্তি গাজীপুর জেলার শ্রীপুর থানার দূর্লভপুর গ্রামের হাসমত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২)। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক।