
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উয়াইল এলাকায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে উয়াইল গ্রামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। প্রতিযোগিতাটি দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ভিড় জমে, যা ছিল চোখে পড়ার মতো।
দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের খোন্দকার নুরুল হোসেন ল কলেজের সভাপতি, বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র খোন্দকার আকতার হামিদ পবন। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।