
প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে একজন নিবেদিতপ্রাণ রোটারিয়ান হিসেবে সমাজসেবা ও জনকল্যাণে অসামান্য অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও রোটারি ক্লাব অব কুমিল্লার প্রাক্তন সভাপতি প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ।
রোটারি ইন্টারন্যাশনাল তাঁর এই নিরলস সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে দিয়েছে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ “সার্ভিস এবাভ সেল্ফ অ্যাওয়ার্ড”।
গত ১৯ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ-এ অনুষ্ঠিত রোটারি বাংলাদেশের ইনকামিং লিডারস ট্রেনিং সেমিনার-এ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
রোটারি ইন্টারন্যাশনালের পক্ষে এই সম্মাননা হস্তান্তর করেন রোটারি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান পি.ডি.জি ডা. ইশতিয়াক এ জামান।
দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা, সচেতনতামূলক কর্মসূচিসহ নানা সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ এ সম্মাননায় ভূষিত হওয়ায় কুমিল্লা জেলায় প্রশংসার জোয়ার বইছে। তাঁর এই অর্জন মানবসেবায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন অনেকে।