Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত, গ্রেফতার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত, গ্রেফতার ২

April 19, 2025 01:01:05 PM   স্টাফ রিপোর্টার
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত, গ্রেফতার ২

শরীয়তপুরের নড়িয়ায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীরা ভুক্তভোগী মেয়ের বাবাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেছে। দেশীয় অস্ত্রের আঘাতে তার নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয় এবং শরীরজুড়ে নীলাফুলা জখম হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মজিদ মীরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের বাসিন্দা আবু বক্কর মেলকারের ছেলে সিয়াম মেলকার (২২) এবং জুয়েল ঢালী (২৫)।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভুক্তভোগী ছাত্রী তার মা এবং বান্ধবীসহ এসএসসি পরীক্ষার উদ্দেশ্যে আকশা এলাকা থেকে নড়িয়ার ডিগ্রি স্কুল কেন্দ্রে রওনা হলে ফতেজঙ্গপুর এলাকায় পৌঁছালে তারা বখাটেদের মুখোমুখি পড়ে। বখাটেরা অটোগাড়ি থামাতে বললে চালক গাড়ি না থামানোয় তারা গাড়ির উদ্দেশ্যে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরবর্তীতে মেয়ের বাবা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বোঝানোর চেষ্টা করলে বখাটেরা তার ওপর হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিকদার হারুন অর রশিদ।

এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে, পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি আমলে নিয়ে শুক্রবার (১৮ এপ্রিল) অভিযুক্ত সিয়াম ও জুয়েলকে গ্রেফতার করে। গ্রেফতার অভিযান পরিচালনা করেন ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিকদার হারুন অর রশিদের নেতৃত্বাধীন একটি চৌকস পুলিশ টিম।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় আসামিকে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা দেশেরপত্রকে বলেন, “ঘটনা শোনা মাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে সিয়াম ও জুয়েলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।”