Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ২০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ২০

September 07, 2024 11:04:56 AM   অনলাইন ডেস্ক
মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ২০

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান প্রদেশে জান্তা সরকারের বিমান হামলায় ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে ও শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে সংঘটিত এই হামলার তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতিগত তা'আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)।

টিএনএলএ মুখপাত্র এলওয়ে ইয়ে উ জানান, "বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে শান প্রদেশের নামখাম শহরের দুটি এলাকায় জান্তা বাহিনী বিমান থেকে গোলাবর্ষণ করে। এতে স্থানীয় একটি রাজনৈতিক দলের অফিস ধ্বংস হয়ে যায়। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও দুই শিশু রয়েছে।"

টিএনএলএ গত বছর ব্যাপক সংঘর্ষের পর সরকারি বাহিনীর কাছ থেকে নামখাম অঞ্চলটি দখল করে। অঞ্চলটি চীনের ইউনান প্রদেশের সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।

টিএনএলএ স্থানীয় বাসিন্দাদের আরও বিমান হামলার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছে এবং তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। তবে জান্তা সরকারের পক্ষ থেকে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে সংঘাতের কারণে দেশটির প্রায় ২৭ লাখ মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: ইরাবতি