
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সুবিদখালী সরকারি কলেজ ও সুবিদখালী মহিলা কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার কলেজের সামনে আয়োজিত মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষার্থীরা জানান, গত ১৭ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সুবিদখালী সরকারি কলেজ থেকে পরীক্ষাকেন্দ্র সরিয়ে উপজেলার আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজে নেওয়া হয়। এটি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। নতুন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং সেখানে শিক্ষার্থীদের থাকা-খাওয়ার কোনো সুবিধা নেই। ফলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠবে।
শিক্ষার্থীরা আরও জানান, সুবিদখালী সরকারি কলেজ ও সুবিদখালী মহিলা কলেজে মির্জাগঞ্জ ছাড়াও পটুয়াখালী সদর, বেতাগী, বাকেরগঞ্জ, রাঙ্গাবালী, দশমিনা ও আমতলী উপজেলা থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করেন। নতুন পরীক্ষাকেন্দ্র উপজেলা সদরের বাইরে হওয়ায় বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো বিকেলে অনুষ্ঠিত হওয়ায়, পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় সন্ধ্যা নেমে আসে। ফলে নিরাপত্তাহীনতার আশঙ্কা বেড়ে যায়, যা নারী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
শিক্ষার্থীরা তাদের স্মারকলিপিতে তুলে ধরা দাবিগুলো হলো- ১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বাতিল করে পরীক্ষাকেন্দ্র পুনরায় উপজেলা সদরে ফিরিয়ে আনতে হবে। ২. স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপন করে সব পরীক্ষা সেখানে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ৩. উপজেলা সদরের মধ্যে নিরপেক্ষ কোনো কেন্দ্রে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। ৪. সুবিদখালী সরকারি কলেজ ও সুবিদখালী মহিলা কলেজের পরীক্ষাগুলো উপজেলা সদরে এবং নতুন পরীক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের পরীক্ষা তাদের কলেজেই নেওয়া হোক।
মানববন্ধনকালে শিক্ষার্থীরা দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন।