
রংপুর প্রতিনিধি:
প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণী প্রদর্শনী মেলায় নানা প্রজাতের প্রাণী ও পাখি দেখে উচ্ছাসিত তরুণ শিশু কিশোররা। মেলাটিতে ৫০ টি প্রাণীর স্টলে নিজেদের পাঠ্যপুস্তকে দেখা কৃত্রিম পশু পাখিগুলো বাস্তবে দেখে যেন চোখ ফেরাচ্ছেনা আগত শিশুরা। পছন্দের পশু-পাখিগুলো ঘুরে ঘুরে দেখছেন আর সহপাঠিদের সাথে নিয়ে নাম পরিচিত হতে আলাপ আলোচনা মেতেছে তারা।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ তারাগঞ্জ সরকারি বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণী প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে আগত শিশুদের মধ্যে এমন চিত্র দেখা যায়। এছাড়াও মেলায় শিশু কিশোর ছাড়াও নানা বয়সের মানুষেরও উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এই দিন বেলা সাড়ে ১২ টার দিকে উপস্থিত হয়ে মেলাটি ঘুরে ঘুরে প্রদর্শন করেন আয়োজনের প্রধান অতিথি রংপুর -৫ আসনের সাংসদ এইচএন আশিকুর রহমান এমপি। এসময় উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রাণী নিয়ে আগত ক্ষুদ্র খামারিদের সাথে কথা বলেন। পশু পালনে গোখাদ্যের বাড়তি দামসহ খামারিদের সহজ ঋণ প্রদান এবং তাদের নানা ধরনের অসুবিধা প্রতিকারের আশ্বাস দেন স্থানীয় এই সাংসদ।
পরে প্রাণীখাতকে কিভাবে আরও আধুনিক ও সম্ভাবনাময় করতে এবং খামারিদের অধিক লাভজনক সম্ভাবনার দ্বার দেখিয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিশেষ ভূমিকা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা একরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবার রহমান প্রমুখ।
উল্লেখ্য, প্রাণী নিয়ে ব্যতিক্রমি এই আয়োজনে ফ্রিজিয়ান, আষ্ট্রেলিয়ান, ব্রাহামাসহ কয়েক প্রজাতের গাভি, কয়েক প্রজাতের ছাগল, ভেড়া, ঘোড়ার দেখা মিলছে। এছাড়াও পাখিদের মধ্যে জাপানিজ বার্ড, ময়ূর পাখি, তিতির সখা পাখি, বাজ্রিগার, ককাটিয়েল পাখি,বোখারা পাখি, টেলমার্ক ফ্যান্টেইল পাখি, রেমার, চায়না ঘুঘু, অষ্ট্রেলিয়ান ঘুঘু, টিয়া পাখিসহ প্রায় অর্ধশত প্রজাতের প্রাণী মিলছে এই মেলায়। যা দেখে উচ্ছাসিত তরুণ প্রজন্মের শিশু কিশোররা। এছাড়াও প্রাণী চিকিৎসা ঔষধ ও উপকরণাদিরও বিশেষ স্টলের ব্যবস্থা রাখা হয়েছে মেলাটিতে।