Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মসজিদের সিসি ক্যামেরা সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপনের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মসজিদের সিসি ক্যামেরা সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপনের অভিযোগ

April 26, 2025 08:41:54 PM   জেলা প্রতিনিধি
মসজিদের সিসি ক্যামেরা সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপনের অভিযোগ

গাজীপুর সংবাদদাতা:
মসজিদে স্থাপিত সিসি ক্যামেরা নিজের প্রতিষ্ঠানে সরিয়ে স্থাপন, মৎস্য সমবায় সমিতির নামে লিজ নেয়া পুকুর মসজিদ ফান্ডের অর্থে খননের অভিযোগ তুলেছেন স্থানীয় মুসল্লিরা। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের শরিফপুর এলাকার ছৈয়দ খান জামে মসজিদের সভাপতি শাহজাহান খানের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে। মসজিদে মুসল্লিদের দানকৃত অর্থের সঠিক হিসাব না দেওয়ারও অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।

অভিযোগ উঠেছে, ২০১৯ সালে ওই মসজিদটি নির্মাণের পর থেকে এককভাবে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন শাহজাহান খান। মসজিদ কমিটির সভাপতি নির্ধারণে স্থানীয় মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মতামত না নেওয়ার অভিযোগও রয়েছে।

মো. ছাইদুর রহমান খান নামের ওই মসজিদের এক মুসল্লি ও স্থানীয় বাসিন্দা বলেন, গাজীপুর জেলা প্রশাসক থেকে মাছ চাষের জন্য ‘শরিফপুর সমবায় সমিতি’র নামে দুই থেকে আড়াই বিঘা জায়গা লিজে আনা হয়। পরে সেই পুকুর মসজিদের ফান্ডের টাকায় খনন করেন মসজিদ কমিটির সভাপতি শাহজাহান খান। প্রথমে শাহজাহান খান লিজ নেয়া পুকুরটি মসজিদের নামে স্থানীয়দের মধ্যে প্রচার করেন। পরে জানা যায়, মসজিদের নামে নয়, বরং সমবায় সমিতির নামে লিজ নেয়া হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করতে গিয়ে তিনি নানান হুমকির মুখে পড়েছেন বলেও অভিযোগ করেন।

জানা গেছে, কিছুদিন আগে মধ্যরাতে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরির ঘটনাও ঘটে। তবে বিষয়টি থানা পুলিশকে অবগত না করায় সভাপতি শাহজাহানের প্রতি মুসল্লিদের সন্দেহ সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে শাহজাহান খান জানান, এলাকার সম্মান রক্ষার্থে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন।

অভিযোগ রয়েছে, মসজিদের অর্থায়নে ক্রয়কৃত সিসি ক্যামেরা মসজিদ থেকে সরিয়ে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে স্থাপন করেছেন সভাপতি শাহজাহান খান। যার কারণে মসজিদের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।

অভিযোগের বিষয়ে মসজিদের সভাপতি শাহজাহান খান বলেন, মসজিদের মানোন্নয়নে তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই এককভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তিনি যা কিছুই করছেন শুধুমাত্র আল্লাহর ঘর মসজিদের জন্যই করছেন। তবে মসজিদের টাকায় সমিতির পক্ষ থেকে লিজ নেয়া পুকুর খননের বিষয়ে তিনি বলেন, পুকুরে মাছ চাষের লাভের অর্থ মসজিদের উন্নয়নে ব্যয় করা হবে।