Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালকের মহিনন্দ পাঠাগার পরিদর্শন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালকের মহিনন্দ পাঠাগার পরিদর্শন

April 19, 2025 09:45:23 PM   উপজেলা প্রতিনিধি
জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালকের মহিনন্দ পাঠাগার পরিদর্শন

জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক কিশোরগঞ্জ সদরের কুলিয়ারচরের মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার পরিদর্শন করেছেন। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় তিনি পাঠাগারের কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি আমিনুল হক সাদী তাকে স্বাগত জানান এবং নিজের লেখা “পাঠাগার” বইটি উপহার হিসেবে প্রদান করেন।

গ্রন্থাগার পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে ইনামুল হক লিখেন, “অদ্য ১৯ এপ্রিল ২০২৫ ইং তারিখে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারটি পরিদর্শন করলাম। গ্রন্থাগারের সভাপতি আমিনুল হক সাদীর ঐকান্তিক প্রচেষ্টায় গ্রন্থাগারটি এলাকায় পাঠক সৃষ্টিতে কাজ করছে। সাজানো-গোছানো বই এবং পাঠকমুখী কার্যক্রম এই গ্রন্থাগারটিকে নতুন পাঠক সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমরা এই পাঠাগারটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির জেলা শাখার সভাপতি মুহাম্মদ রুহুল আমিন, পাঠাগারের সহ সভাপতি এনামুল হক বাবুল, পাঠাগারের সহকারী গ্রন্থাগারিক ফারজানা আক্তার, পাঠক আবু নোমান সিন্ধু মিয়া, মুহাম্মদ সুমন মিয়া, ক্ষুদে পাঠক আফিফা হক, আদিবা হক ও মরিয়ম আক্তার নোহা প্রমুখ।

প্রসঙ্গত, ২০১১ সালে প্রতিষ্ঠিত এই পাঠাগারটি প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় পর্যায়ে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। ২০২০ সালে এটি জেলার শ্রেষ্ঠ বেসরকারি গণগ্রন্থাগার হিসেবে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তরের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট অর্জন করে। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে পাঠাগারটি।