Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠিতে সাংবাদিকদের মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠিতে সাংবাদিকদের মানববন্ধন

April 23, 2025 08:15:00 PM   অনলাইন ডেস্ক
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠিতে সাংবাদিকদের মানববন্ধন

ঝালকাঠি সংবাদদাতা:
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকবৃন্দ ও আমার দেশ পাঠক মেলার সদস্যরা।

বুধবার (২৩ এপ্রিল) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলার ঝালকাঠি জেলা সভাপতি আশিকুর রহমান সাগর। সঞ্চালনায় ছিলেন আমার দেশ পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুল।

মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আককাস সিকদার, দৈনিক দুরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, এনসিপির জেলা সংগঠক মাইনুল ইসলাম মান্না, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহিন, সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এমদাদুল হক স্বপনসহ আরও অনেকে।

এছাড়া নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার কর্মরত সাংবাদিকরাও কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন নির্যাতিত ও আপসহীন সাংবাদিক, যিনি ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় বরাবরই সক্রিয়। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে দেশের একটি প্রভাবশালী শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলেও বিষয়টি দীর্ঘদিন আড়ালে ছিল। সরকার পরিবর্তনের পর ‘আমার দেশ’ পত্রিকায় এসব দুর্নীতির খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট গোষ্ঠী আতঙ্কিত হয়ে ওঠে এবং সাংবাদিকদের হয়রানির চেষ্টা শুরু করে।

বক্তারা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হয়রানি বন্ধের আহ্বান জানান।