
মেহেরপুর সংবাদদাতা:
পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে নানা আয়োজনে সেজেছে মুসলিম বিশ্ব। প্রত্যাকটি প্রতিষ্ঠান নিয়েছে নানা উদ্যোগ। তেমনি মেহেরপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে কে আর ফ্যাশানের সৌজন্যে এক বিশাল বস্ত্র মেলা অনুষ্ঠিত হচ্ছে। জমে উঠেছে মেলা। মেলা স্থল পরিদর্শন করেছে স্থানীয় সংসদ সদস্য।
মেহেরপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে কেআর ফ্যামানের সৌজন্যে আয়োজিত বস্ত্র মেলাটি শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে, চলবে চাদ রাত পর্যন্ত। ইতোমধ্যে জমে উঠেছে মেলা। হেযবুত তওহীদের নিজেস্ব ফ্যাক্টরী কে আর ফ্যাশানের পণ্য সরাসরি মেলা আনার ফলে দামেও অনেক কম। যার ফলে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা শাচ্ছন্দে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারছে। মেলায় শাড়ি, লঙ্গি, পঞ্জাবী, জামা প্যান্ট, থ্রি পিস, জুতাসহ বাচ্চাদের পোশাক ও স্বল্প পরিসরে কসমেটিক্স পাওয়া যাচ্ছে।
ইতোমধ্যে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন মেলা স্থল পরিদর্শন করেছেন। স্টল পরিদর্শন শেষে মেলার আয়োজকদের ভূয়সী প্রসংশা করেন তিনি।
এছাড়া মেলাস্থল পরিদর্শন করেন এমপির সহধর্মীনি নারী নেত্রী লাইলা আরজুমান বানু শিলা। এমন উদ্যোগ আরো আগে নেওয়া উচিৎ ছিল বলে মন্তব্য করেন তিনি।
ঈদ মানে আনন্দ। ধনী গরীব সকলেই যেন ঈদের আনন্দ সমান ভাবে উপভোগ করতে পারে, সকলেই যেন ঈদে নতুন পোশাক পরতে পারে সেজন্যই এমন উদ্যোগ। সরাসরি ফ্যাক্টরী থেকে পণ্য আনায় বিক্রয় মুল্য অনেক কম। তাই কম দামেই মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারছে। এমনটিই জানালেন কে আর ফ্যাশানের মার্কেটিং বিভাগের দায়িত্বশীল।
পরবর্তীতে আরো বড় আকারে মেলার আয়োজন হবে এমনটি প্রত্যাশা করছে এলাকাবাসী।