Date: May 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে বর্ণাঢ্য কর্মীসম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে বর্ণাঢ্য কর্মীসম্মেলন অনুষ্ঠিত

May 16, 2025 08:12:52 PM   অনলাইন ডেস্ক
ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে বর্ণাঢ্য কর্মীসম্মেলন অনুষ্ঠিত

হোসাইন আলী:
ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় হেযবুত তওহীদ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল সংগঠনের আদর্শ, দর্শন ও চলমান কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ। ইসলামের প্রকৃত শিক্ষা, তওহীদের মর্মবাণী ও সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান ছিল সম্মেলনের প্রধান বার্তা।

Screenshot_2-116
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ বাচ্চু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক রিয়াল তালুকদার, বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় সাধারণ সম্পাদক রহমত উল্লাহ রানা এবং কেন্দ্রীয় নিরাপত্তা সম্পাদক মোফাজ্জল হোসেন সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল কাইয়ুম নয়ন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “হেযবুত তওহীদ প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামকে রাজনৈতিক স্বার্থের হাত থেকে রক্ষা করে মানুষের হৃদয়ে তার প্রকৃত স্থান করে দেওয়ার জন্য কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, তওহীদের সঠিক চেতনা ফিরিয়ে আনতে পারলে সমাজ থেকে বিভেদ, সহিংসতা, জঙ্গিবাদ ও ধর্মীয় ব্যবসা বন্ধ হয়ে যাবে।”

Screenshot_3-90
তিনি আরও বলেন, “বর্তমান সমাজে ধর্মকে শুধু আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। অথচ প্রকৃত ইসলাম আত্মশুদ্ধির একটি পথ। হেযবুত তওহীদ সেই সত্য, সাহস ও যুক্তিভিত্তিক চিন্তার দিকেই মানুষকে আহ্বান জানায়।”

বক্তারা বলেন, হেযবুত তওহীদ ইসলামের প্রকৃত আদর্শ—তওহীদ, ন্যায়, মানবতা ও সত্যের চেতনাকে ভিত্তি করে সমাজে নৈতিক পুনর্জাগরণের চেষ্টা করছে। দলীয় রাজনীতিমুক্ত থেকে তারা মানুষের মধ্যে সত্য ও ন্যায়ের বার্তা পৌঁছে দিতে সচেষ্ট।

সম্মেলনে আলোচনায় বক্তারা বলেন, হেযবুত তওহীদ বিশ্বাস করে। আল্লাহ ছাড়া কারও ইবাদত বা আনুগত্য করা যাবে না।ধর্মকে ব্যবহার করে ব্যবসা বা রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ। ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা অপরিহার্য। ধর্ম, বিজ্ঞান ও যুক্তিবোধ একে অপরের পরিপূরক।

বক্তারা কর্মীদের প্রতি আহ্বান জানান, যেন তারা তওহীদের মূল বার্তা, শান্তি ও ন্যায়ের দর্শন সমাজে ছড়িয়ে দেন। বিশেষ করে তরুণ সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করে যুক্তি, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করার আহ্বান জানানো হয়।