Date: April 29, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / এক্সক্লুসিভ / ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেযবুত তওহীদ সদস্যদের বাড়ি-ঘরে উগ্রপন্থীদের হামলা; আহত ১০, গুরুতর ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল...

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেযবুত তওহীদ সদস্যদের বাড়ি-ঘরে উগ্রপন্থীদের হামলা; আহত ১০, গুরুতর ৪

April 27, 2023 12:13:10 AM   জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেযবুত তওহীদ সদস্যদের বাড়ি-ঘরে উগ্রপন্থীদের হামলা; আহত ১০, গুরুতর ৪

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ: 
ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের সদস্যদের বাড়ি-ঘরে সশস্ত্র হামলা চালিয়েছে উগ্রপন্থী সংগঠন ইত্তেফাকুল উলামা সংগঠনের সদস্যরা। এসময় সাবেক চেয়ারম্যানের বাড়িতেও হামলা চালান হয়। এঘটনায় হেযবুত তওহীদের ১০ জন সদস্য আহত হয়। তার মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। 
আজ বুধবার (২৬ এপ্রিল) দুপুরে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উচাখিলা শাখার নেতৃত্বে একদল সশস্ত্র উগ্রপন্থী সন্ত্রাসী হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। কয়েকদফা হামলার ফলে সারাদিন গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করতে থাকে।
জানা যায়, ঈদেরও বেশ কিছুদিন আগে থেকে হেযবুত তওহীদের উপর হামলার প্রস্তুতি এবং হেযবুত তওহীদের বিরম্নদ্ধে মিথ্যা অপপ্রচার, গুজব ছড়িয়ে আসছিল হামলাকারীরা। হামলার আশঙ্কায় পূর্বেই থানায় সাধারণ ডায়রিও করা হয় হেযবুত তওহীদের পড়্গ থেকে। 
থানায় কৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেযবুত তওহীদের বিরম্নদ্ধে একটি ধর্মব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী দীর্ঘদিন থেকে অপপ্রচার, গুজব এবং উস্কানি দিয়ে আসছিল। ঈদের এক সপ্তাহ আগে থেকে একটি হ্যান্ডবিল ছাপিয়ে তারা এলাকায় অপপ্রচার চালাতে থাকে। এঘটনায় হেযবুত তাওহীদ নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা থানায় বিষয়টি অবগত করে। সমাবেশটি হামলা করার প্রস্তুতিমূলক সমাবেশ এই আশঙ্কায় থানায় একটি সাধারণ ডায়রিও করা হয় হেযবুত তওহীদের পড়্গ থেকে। 
এরপর গত মঙ্গলবার (২৫ এপ্রিল) সাড়ে এগারোটার দিকে ‘উচাখিলা পরিবার’ নামক একটি ফেসবুক গ্রম্নপে একটি ব্যানার পোস্ট করা হয় যাতে বুধবারে (২৬ এপ্রিল) হেযবুত তওহীদের বিরম্নদ্ধে একটি বিড়্গােভ মিছিলে যোগদানের জন্য আহ্বান করা হয়। ব্যানারটিতে আয়োজনকারী হিসাবে ‘ইত্তেফাকুল ওলামা, উচাখিলা’ এর নাম উলেস্নখ করা হয়। এঘটনার পর থানায় পুনরায় অবগত করলেও প্রশাসন বিষয়টিকে হালকাভাবে নিয়ে সমাবেশ বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বুধবার (২৬ এপ্রিল) নির্দিষ্ট সময়ে হামলাকারীরা জড় হয়ে সমাবেশে হেযবুত তওহীদের বিরম্নদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং উপস্থিত জনতাকে আক্রমণের জন্য উত্তেজিত করতে থাকে। 
একটা পর্যায়ে জিডিতে উলেস্নখিত ব্যক্তিদের নেতৃত্বে দুই থেকে আড়াইশ’ উত্তেজিত উগ্রবাদী সন্ত্রাসীদের নিয়ে হামলার উদ্দেশ্যে রাম দা, কিরিচ, রড, লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে হেযবুত তওহীদ সদস্য হেলালুদ্দিনের বাড়ির দিকে অগ্রসর হয়। এসময় ‘হেযবুত তওহীদের আ¯ত্মানা গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও’- শেস্নাগান দিতে দেখা যায়। এক পর্যায়ে তারা হামলা চালিয়ে রাজিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মুদাফিরম্নল ইসলামের বাড়িসহ হেযবুত তাওহীদ সমর্থকদের আরও চারটি বাড়ি ভাঙচুর করে সন্ত্রাসীরা। এসময় তারা বাড়িতে থাকা মোটরসাইকেলসহ বিভিন্ন মলামাল লুটপাট করে। হামলায় হেযবুত তওহীদের ১০ সদস্য আহত হয়। তাদের মধ্যে ৪জনের অবস্থা গুরম্নতর। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এক পর্যায়ে ৯৯৯ এ কল দিলে ফোর্স নিয়ে ওসি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
হেযবুত তওহীদের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, হামলাটি সম্পূর্ণ বিনা উস্কানিতে করা হয়। এর পটভূমি রচনা করা হয় পনেরো দিন আগে থেকেই। হেযবুত তওহীদের সদস্যরা নিজেদের আত¥রড়্গার চেষ্টা করলেও অšত্মত দশজন আহত হন। এর মধ্যে চারজনের অবস্থা গুরম্নতর। তারা সবাই হাসপাতাল ভর্তি। তাদের প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত। পরবর্তীতে ধর্মব্যবসায়ীরা আরো কয়েকদফা হামলা চালায়। তারা বাড়িতে থাকা কয়েকটি মোটর সাইকেল ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। হেযবুত তওহীদের সদস্যরা নিরম্নপায় হয়ে ৯৯৯ নাম্বারে ফোন করলে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে থানার ওসি ঘটনাস্থলে আসেন। কিন্তু ততড়্গণে যা ড়্গয়ড়্গতি হওয়ার হয়ে গেছে। অথচ হামলার আশঙ্কায় আমরা পূর্বেই জিডি করেছিলাম। প্রশাসনকে সতর্ক করেছিলাম। উগ্রবাদী গোষ্ঠীকে বে-আইনী সমাবেশটি করতে না দিলেই এই ঘটনা তারা ঘটাতে পারত না। বর্তমানে তারা পুনরায় হেযবুত তওহীদের বিরম্নদ্ধে সংঘটিত হয়ে হামলা চালানোর ষড়যন্ত্র করে যাচ্ছে। 
উক্ত ঘটনা প্রসঙ্গে ময়মনসিংহ জেলা আমির হাবিবুর রহমান বলেন, ধর্মব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী সম্পূর্ণ পরিকল্পিতভাবে দীর্ঘদিন থেকে এই ঘটনা ঘটানোর পটভূমি রচনা করেছে। দেশের বিভিন্ন স্থানে তারা যেভাবে এ আন্দোলনের সদস্যদের উপর বিনা উস্কানিতে হামলা চালায়, এখানেও তারা একই কাজ করেছে। মিথ্যা হ্যান্ডবিল বিতরণ, উস্কানিমূলক পোস্টারিং, ফেসবুকে উস্কানিমূলক প্রচারণা, দেশীয় অস্ত্র নিয়ে বে-আইনী সমাবেশ এ সবকিছু কী ইঙ্গিত দেয় তা যে কোনো বিবেকবান মানুষ বুঝবে। 
তিনি দাবি জানিয়ে বলেন, দ্রম্নত হামলাকারীদের সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। মিথ্যা হ্যান্ডবিলের রচয়িতাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। লুটপাট করা মোটর সাইকেল ও অন্যান্য মালামাল দ্রম্নত উদ্ধার করে হ¯ত্মাšত্মর করতে হবে। উচাখিলার নির্দোষ নিরপরাধ আইন মান্যকারী সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো¯ত্মাছিনুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।