Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ময়মনসিংহে কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে ঘিওরে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ময়মনসিংহে কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে ঘিওরে মানববন্ধন

June 12, 2022 10:50:15 PM  
ময়মনসিংহে কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে ঘিওরে মানববন্ধন

আল মামুন, মানিকগঞ্জ:
ময়মনসিংহে কর্মরত বিসিএস ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঘিওরে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওর সরকারি কলেজের আয়োজনে গতকাল সকাল ১১টায় এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমির হোসেনসহ কলেজের সব বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষা ক্যাডারের অন্যান্য কর্মকর্তারা।

কর্মবিরতি ও মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা বলছেন, মফস্বল এলাকায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অধিকাংশ সময়ই নানানভাবে রাজনৈতিক ও প্রভাবশালীদের দ্বারা লাঞ্ছিত হওয়া এমনকি মারধরের শিকারও হয়ে থাকেন। নানা কারণে এ ধরনের ঘটনার কোনো সুষ্ঠু বিচার হয় না। যার ফলশ্রুতিতে কিছুদিন পরপরই অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তাই কর্মক্ষেত্রের সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতেই এই কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রফেসর মোঃ আমির হোসেন বলেন, যদি দোষীদের বের করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি না করা হয়, তবে স্থায়ী কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সন্ত্রাসীদের জায়গা শিক্ষাপ্রতিষ্ঠানে হবে না। শতভাগ সুষ্ঠু ও সুন্দর পরিবেশ কর্মস্থলে নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে স্নাতক এবং এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের ফি কমানোকে কেন্দ্র করে গত ৮ ও ৯ জুন শিক্ষকদের মারধর ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি ও পরবর্তীতে মামলা দায়ের করা হয়।