
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন মিল্টনের আঘাতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে, এতে অন্তত ১০ জনের মৃত্যু নিশ্চিত করেছে মার্কিন নিরাপত্তা বিভাগ। বুধবার (৯ অক্টোবর) রাতে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির ক্যাটাগরি ৩ মাত্রার এই ঝড়টি ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানে।
ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, বৃহস্পতিবার সকালের দিকে ঝড়টি শক্তি হারিয়ে ক্যাটাগরি ১-এ নেমে আসে, তবে তখনো ১৫০ কিলোমিটার গতিবেগে তা ধ্বংসযজ্ঞ চালায়।
ফ্লোরিডার বিভিন্ন অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে প্রায় ৩০ লাখ মানুষ। টাম্পা উপসাগরীয় অঞ্চলে সর্বোচ্চ ক্ষতি হয়েছে, যেখানে আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।