Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

January 21, 2025 11:15:36 AM   আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যাপিটল রোটান্ডায় ট্রাম্প শপথ নেন। এ সময় তোপধ্বনি দিয়ে মুহূর্তটিকে সম্মান জানানো হয় এবং বাজানো হয় ‘হেইল টু দ্য চিফ’। এর আগে শপথ নেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জে জি ভ্যান্স।

শপথ গ্রহণের পর ট্রাম্প তার পরিবারের সঙ্গে উদযাপন করেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ছেলে ব্যারন ট্রাম্প, টিফানি ট্রাম্প, লারা ট্রাম্প, এরিক ট্রাম্প, জ্যারেড কুশনার, ইভাঙ্কা ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এবং গত নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ট্রাম্প দুটি বাইবেল হাতে শপথ নেন— একটি তার মায়ের দেওয়া এবং অন্যটি আব্রাহাম লিঙ্কনের বাইবেল। তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানকে সুরক্ষিত রাখার শপথ নেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও লরা বুশ এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ছাড়া স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জুকারবার্গ এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের আগে ট্রাম্প হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে তারা একই গাড়িতে করে ক্যাপিটলে পৌঁছান।

ডোনাল্ড ট্রাম্প তার শপথের আগেই নির্বাহী আদেশের নির্দেশ দেন। শপথের পর দিনশেষে এসব আদেশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। গত নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।