
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৭৪৮৫ পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। শনিবার (০৪ মার্চ ২০২৩ইং) র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইমরান গাজী (৪৩)। এসময় তার নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ সাত হাজার পাঁচশত সত্তর টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।