Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকেই আপনাদের সমর্থন করেছে’ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকেই আপনাদের সমর্থন করেছে’

April 23, 2025 07:57:53 PM   ভ্রাম্যমাণ প্রতিনিধি
‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকেই আপনাদের সমর্থন করেছে’

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকেই আপনাদের সমর্থন করেছে। কিন্তু কনস্টিটিউশনালি বা আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোনো ভিত্তি নেই। আপনারা এখন দেশ চালাচ্ছেন সেই সমর্থনের ভিত্তিতে।”

বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ সদর উপজেলার চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের অগ্নিদগ্ধ বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে তা নির্ধারণের দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের। কারণ, প্রশাসন ও রাষ্ট্রযন্ত্র এখন আপনাদের হাতে। আওয়ামী লীগকে নিয়ে কী করবেন, সেটাও আপনাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের দোসরদের অনুসারীরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। পেট্রল কিনে বাড়ি পোড়ানো, অস্ত্র সংগ্রহ—এসবের অর্থ তাদের হাতে রয়েছে। এটি দমন করতে কী ধরনের আইন প্রণয়ন প্রয়োজন, তা আপনাদের জনগণের সামনে খোলাসা করতে হবে।”

রিজভী অভিযোগ করেন, “দোসরদের অনেকে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে, কিন্তু যারা দেশে থেকে নৈরাজ্য সৃষ্টি করছে, তারা প্রশাসনের প্রশ্রয়ে নিরাপদে রয়েছে। ১৫ বছর যারা শেখ হাসিনাকে পাহারা দিয়েছে, সম্পদ লুট ও অর্থপাচার করেছে, তারা এখন জনসমুদ্রে কোথায় লুকিয়ে আছে—এটা খুঁজে বের করতে না পারলে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হিসেবে বিবেচিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি আফরোজা খানম রিতা, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ খান, গোলাম আবেদীন কায়সার, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন, মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব প্রমুখ।