
ঘটনাটা গত মঙ্গলবারের। ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন দুজন। পুরো ঘটানা আসলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলাফল। হামলা কারা করেছে, সেটার নিশ্চয়তা মেলেনি যদিও। তার পরেও ওই ঘটনার প্রভাব পড়তে দেখা গেলো কাতার বিশ্বকাপে সফররত পোল্যান্ড ফুটবল দলের ওপর।
নিরাপত্তা আশঙ্কায় পোল্যান্ড টিম বহনকারী বিমানকে দেশ ছাড়তে হয়েছে যুদ্ধবিমানের পাহারায়! পোলিশ ফুটবলের টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, লেভানদোভস্কিদের বিমানকে প্রহরায় রেখেছে দুটি এফ-১৬ যুদ্ধবিমান। টুইটে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত তাদের পাহারা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পোল্যান্ড এবার আর্জেন্টিনা, সৌদি আরব এবং মেক্সিকোর সঙ্গে গ্রুপ ‘সি’ তে খেলবে। তাদের প্রথম ম্যাচ ২২ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে। তার চার দিন পর ২৬ নভেম্বর মুখোমুখি হবে সৌদি আরবের। লেভানদোভস্কিদের গ্রুপ পর্বের শেষ খেলা ৩০ নভেম্বর। প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা।