Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / রাজবাড়ীতে জাকাতের কাপড় নিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজবাড়ীতে জাকাতের কাপড় নিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

April 08, 2024 03:32:45 PM   স্টাফ রিপোর্টার
রাজবাড়ীতে জাকাতের কাপড় নিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

রাজবাড়ীতে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে শহরের ভবানিপুর এলাকায় মো. দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ী থানার ওসি মো. ইফতেখারুল আলম প্রধান। আনুমানিক ৬৫ বছরের ওই বৃদ্ধার পরিচয় এখনো পাওয়া যায়নি। 
রাজবাড়ী শহরের বিশিষ্ট ব‍্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, “প্রতিবছরই জাকাতের কাপড়-লুঙ্গি দিয়ে থাকি। এ বছরও সাড়ে তিন হাজার দুস্থ-গরিবের মধ্যে কাপড়-লুঙ্গি বিতরণের কথা ছিল। “সকাল সাতটা থেকে বিতরণের কথা থাকলেও ফজরের নামাজের পরপরই আমার বাড়িতে লোক জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ছয়টার দিকে গেইট দিয়ে হুড়োহুড়ি করে আসতে গিয়ে এক নারী নিচে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
দেলোয়ার হোসেন আরও বলেন, “নিহত ওই বৃদ্ধার পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় পাওয়ার পর তার পরিবারকে যথাসাধ্য সাহায্য করব।” 
ওসি ইফতেখারুল জানান, নিহত ওই বৃদ্ধার মরদেহ রাজবাড়ী হাসপাতালে রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, পরিচয় শনাক্তের পর এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।